প্রকাশিত: Fri, Dec 15, 2023 10:28 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:19 AM

[১]জনগণের কাছে আসন চাই, কোনো দলের কাছে চাই না: চুন্নু

মনিরুল ইসলাম : [২]  জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আরও বলেন, আওয়ামী লীগের কাছে জাপা আসন চায়নি , আমরা জনগণের কাছে আসন চাই। কোনো দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। 

[৩]  তিনি বলেন, আমরা মূলত সরকারের সঙ্গে  নির্বাচনের পরিবেশ ,আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলছি। নির্বাচনে প্রশাসনের কী ভূমিকা থাকবে কীভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তা নিয়ে কথা বলছি।  নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে পদক্ষেপগুলো  সরকার  কতোটুকু সহযোগিতা করছে  তা নিয়ে কথা হচ্ছে। 

[৪] মহাসচিব বলেন, আজ রাতেও  আলোচনা হবে। কাল হয়তো আরও কিছু তথ্য জানাতে পারবেন নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে।

[৫] বৃহস্পতিবার  দুপুরে বনানীর  জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মুজিবুল হক চুন্নু। 

[৬] এছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির ওপর আওয়ামী লীগের আস্থা আছে কি না এ প্রসঙ্গে তিনি বলেন,আমাদের ওপর আস্থা যাই থাকুক, প্রধানমন্ত্রীর  ওপর  আমাদের   শতভাগ আস্থা রয়েছে। তবে আমাদের ওপর আস্থার ঘাটতি আছে সেটা সামান্য টের পাইনি। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে আমাদের ওপরও যথেষ্ট আস্থা রয়েছে।

[৭] জাপা মহাসচিব  বলেন, নির্বাচনে যেহেতু আমরা ২ টি দল আওয়ামীলীগ ও জাতীয় পার্টি রয়েছি। সেহেতু আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দফায় দফায় নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলতেই থাকবে ।

 [৮] তিনি আরও বলেন, সরকারের অধীনে ভোট হচ্ছে না। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনী কাজে জড়িত, সবাই ইসির অধীনে।

[৯] জাপা মহাসচিব বলেন, দেশে কখনোই শতভাগ সুষ্ঠু ভোট করা সম্ভব হয় নাই। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে ভোট করা হলেই কেবল শতভাগ ভোট সুষ্ঠু করা সম্ভব।

[১১] তিনি বলেন, আমাদের দলের নেতা হুসাইন মুহাম্মদ এরশাদ ও আমরা তত্বাবধায়ক সরকারের কন্সেপ্ট বিশ্বাস করি না। নির্বাচিত প্রতিনিধির বাইরে অনির্বাচিত প্রতিনিধির ধারণায় আমরা বিশ্বাসী নই। সম্পাদনা : সমর চক্রবর্তী